কবিতা করিডোর , মে সংখ্যা
২০২১
সম্পাদক- শুভঙ্কর পাল
সম্পাদকীয়:
নিজেকে আড়াল করার জন্য নিরন্তর এই বাহানা । পারছি কোথাও ? আসলেই অনেক মৃত্যুর পাশ কাটিয়ে রবীন্দ্রনাথকেই আশ্রয় করতে চাইছি। কত চেনা মুখের হারিয়ে যাওয়ার দিনে তবুও আমাদের বেঁচে থাকার অধিকার নিয়েই ভবিষ্যতের স্বপ্ন দেখা ।