Showing posts with label প্রবাসের কবিতা. Show all posts
Showing posts with label প্রবাসের কবিতা. Show all posts

Sunday, June 20, 2021

নিমন্ত্রণ

মিলটন রহমান







 

ভাঙা ডাক বাক্সে প্রতিদিন অগুনতি চিঠি আসছে

                                       নিমন্ত্রণ

বংশ পরম্পরায় এমন চিঠি আসাই নিয়ম

তবে প্রতিদিন ডাক বাক্স উপচে পড়া এমন

                                      নিমন্ত্রণ

আগে আসেনি কখনো, আমার পিতামহের কালেও

 

এই প্রত্যন্ত গাঁয়ে ক্ষীণ পুলিন্দা কাধে পিয়ন আনতো

                                       নিমন্ত্রণ

বছরে হাতে গোনা ক‘টি মাত্র চিঠিই ছিলো নিয়মে

অথচ এখন প্রতিদিন চিঠি আনছে অচেনা ডাক হর্করা

                                        নিমন্ত্রণ

কূয়াশার সাদা কাপনে মোড়া লোবানের গন্ধে মৌতাত!

 

আসমান ফুঁড়ে অসংখ্য মানুষ ছুটে যাচ্ছে হাতে পাওয়া

                                         নিমন্ত্রণে

ভাঙা ডাক বাক্স থেকে গড়িয়ে পড়ছে মৃত আক্রোটের দানা

বুলেটের মতো একে একে বিঁধে যাচ্ছে অগুনতি পাঁজরে

                                           নিমন্ত্রণ

একে একে অসংখ্য মানুষ দাঁড়িয়ে যাচ্ছে শেষ এক্সিটে!