ঝিমিয়ে পড়া জীবনে একজন পার্টনারশিপ দরকার
সম্পা পাল
ধরুন আপনি ঝিমিয়ে পড়েছেন
রাস্তা এখনও ঢের বাকি
সূর্যটা মাথার ওপরে গনগনে।
নুন ,জল বাড়িতেই ছেড়ে এসেছেন ...
ড্রইংরুমে ভারত -পাকিস্তান টানটান উত্তেজনায়
ধীরে ধীরে স্কোর বোর্ডে সংখ্যা বেড়ে চলেছে।
নির্বাক চোখ ধারাভাষ্যের দিকে ।
একটু ভেবে দেখুন তো!
এসময়ে একজন ভালো পার্টারনশিপ হলে কেমন হয় ?
বাকি রাস্তা এবং স্কোর বোর্ড !
তাহলে আর দেরি কিসে ?
No comments:
Post a Comment