Saturday, February 24, 2024

ঝিমিয়ে পড়া জীবনে একজন পার্টনারশিপ দরকার

সম্পা পাল 


ধরুন আপনি ঝিমিয়ে পড়েছেন

রাস্তা এখনও ঢের বাকি

সূর্যটা মাথার ওপরে গনগনে।

নুন ,জল বাড়িতেই ছেড়ে এসেছেন ...


ড্রইংরুমে ভারত -পাকিস্তান টানটান উত্তেজনায়

ধীরে ধীরে স্কোর বোর্ডে সংখ্যা বেড়ে চলেছে।

নির্বাক চোখ ধারাভাষ্যের দিকে ।


একটু ভেবে দেখুন তো!

এসময়ে একজন ভালো পার্টারনশিপ হলে কেমন হয় ?


বাকি রাস্তা এবং স্কোর বোর্ড !


তাহলে আর দেরি কিসে ?




No comments:

Post a Comment