চৈতালি ধরিত্রীকন্যার কবিতা
জাতপাগল
সীমানা লঙ্ঘন করে
দাঁড়িয়েছে কেউ--
সীমানার কমা দারি যতিচহ্ন
ফেলে।
এখানে এলে
নিজেকে ঘাসের শিকড় ছুঁয়ে তারার অগুন্তি আকাশে ভাসিয়ে
দে'য়া যায়
অন্যরা বোঝে দেয়াল কত ভারী
এবং উঁচু রাখা যায়
যেখান থেকে
মাটির পৃথিবী দেখা যায় না
আমরা জাতপাগল
তাই দেখতে পারি
মাটির কপাল
আর
তার অন্তিম দীর্ঘশ্বাস....
No comments:
Post a Comment