অভিজিৎ মান্নার কবিতা
নানা রঙের দিন
তাদের সাথে খেলা গুলি
রইলো পড়ে পথের বাঁকে
জোৎস্নাগোলা রাতের মাঝে
হঠাৎ জেগে ঘুমের ফাঁকে ।
এত্ত এত্ত স্মৃতির চৃড়া
টপকে যায় মাথার ছাদ
নানা রঙের দিনের বিকেল
এখন কেমন অন্য স্বাদ ।
কে দিবিরে ফিরিয়ে সেসব
চোর কা৺টাতে হুড়োহুড়ি
আকাশ থেকে নামিয়ে দেনা
ফেলে আসা স্বপ্নপুরী।
No comments:
Post a Comment