Saturday, February 24, 2024

 অতনু বন্দ্যোপাধ্যায়ের কবিতা

দীপ্তি প্যাভেলিয়ান 


তাহলে শেষ পর্যন্ত কালি ও থেকে গেল ধোঁয়ার আসেপাশে। 

কিছুদিনের এই এঁকে এঁকে ওঠায় দুপুরের যে হাট ছিল 

তাকে আলাপ করেছি লেবুর হুইলে। 

#

তাও নতুন রোদের তুমি ঠিকানা দিলে না।

#

গেলে না ভূগোল কেটে ইতিহাস ছিঁড়ে রেখে। 

#

ছুটিকে আর গাইতে বোলো না। ওরা শরীরের চরে দ্বীপ বসিয়ে গেছে। 

যাদের আজকাল ডিয়ার লিখতেই সেই প্রীতি 


বুকের নৌকায় প্রথম লিরিলেই টানতে ভাল লাগে।



আমি ও দু এক লাইন.....


ধিক্কারের আরো কিছু নতুন শব্দ চাই


থুতু যতটা গিলেছি ততটাই উগড়ে দিই সারা শরীরে যখন


কোথাও ঈশ্বরের বাচ্চারা  মানুষ লুকোচ্ছে নতুন মুন্সিয়ানায়

#

সকাল হলেই আবার কত কত মানুষ


ভিজে যাচ্ছে যারা চুরির অচেনা গন্ধে



অনিবার্য


আকাশ পুড়ছে

#

মাটির কিছুটা ওপরে তখন সেইসব লিখিত কর্মকাণ্ড

#

তথ্যানুযায়ী ক্লাসরুম খুলে যাচ্ছে প্রসবের বেওয়ারিশ ঠিকানায়

মাতৃত্বকালীন ছুটি চেয়ে নিতে।

#

একটা সাদা কাগজও নতুন করে কোথাও পৌঁছে দিতে।


No comments:

Post a Comment