Saturday, February 24, 2024

 নান কিং

সুমন মল্লিক


টেবিলের চারদিকে চারজন ব্যর্থ প্রেমিক
ছোলা ভাগ করে খাচ্ছে – সঙ্গে কৃষ্ণবর্ণ পানীয়৷
সন্ধের এই সময়টা নান কিং ফাঁকাই থাকে৷

চারটি স্ফটিক পানপাত্র৷
একটিতে তৃপ্তির অপেক্ষা৷
একটিতে মিলনের অপেক্ষা৷
একটিতে প্রেমের অপেক্ষা৷
একটিতে ভাগ্যের অপেক্ষা৷

১, ২, ৩, ৪
ডুব, ডুব, ডুব, ডুব

জ্বালাপোড়া পাকস্থলি থেকে বুক হয়ে
বেরিয়ে আসছে মুখ দিয়ে কথার সঙ্গে
আর চারটি চেয়ার যেন 
উড়ে যাচ্ছে চারটি ভেঙে যাবার মুহূর্তে

আজ নান কিং-এ ডুবে যাবার দিন৷ কবিতার ছুটি৷ 

No comments:

Post a Comment