Saturday, February 24, 2024

 উল্লাস

পাপড়ি গুহ নিয়োগী

 

প্রতিটি মিছিলের হা মুখে দুরারোগ্য অসুখ

রঙের নেতৃত্বে এস্রাজ বাজায় শেয়াল

নোনা দেয়াল। হেঁটে যাচ্ছে পিঁপড়ের সারি    

 

বিজয় মিছিলে উড়ছে পাখির পালক

 


মঞ্চ


সম্পর্কের ভেতর ঢুকে পড়ে মূকাভিনয়

কথা হা করে বোবাস্পর্শ খোঁজে

চোখের জলে লাল কাগুজে নৌকা

 

নাটকের দর্শক হয়ে ওঠে বটগাছ


No comments:

Post a Comment