Saturday, February 24, 2024

 চোখ 

 নীলাব্জ চক্রবর্তী

 

 

 

ক্যামেরা অর্থে কোনও কাগজের চোখ

ঠাণ্ডা

দেখি

সম্পর্ক একটা গাছ

ফেনার ভেতর

কে একটা দশকের বারবার নাম

বইছে

কাঁচের ওষুধে

আরও ভারী হয়ে আসে এই নোনাজল

এভাবে আয়না করছি

এভাবে

রিপিট

সাধনা

মানে

ঝুমকা বিষয়ক কয়েকটা সাদাকালো ফ্রেমের সুর...


No comments:

Post a Comment