চোখ
নীলাব্জ চক্রবর্তী
ক্যামেরা অর্থে কোনও কাগজের চোখ
ঠাণ্ডা
দেখি
সম্পর্ক একটা গাছ
ফেনার ভেতর
কে একটা দশকের বারবার নাম
বইছে
কাঁচের ওষুধে
আরও ভারী হয়ে আসে এই নোনাজল
এভাবে আয়না করছি
এভাবে
রিপিট
সাধনা
মানে
ঝুমকা বিষয়ক কয়েকটা সাদাকালো ফ্রেমের সুর...
' কবিতা করিডোর ' উত্তরবঙ্গের প্রথম মাসিক ওয়েবজিন । এই ব্লগ নতুন সৃষ্টি নিয়ে ভাবে । কবিতা নয় সাহিত্যের নানা দিক ও চিত্রকলা থেকে চলচ্চিত্র সবেতেই এই ব্লগ নতুন ভাবনার পথিক ।
No comments:
Post a Comment