Saturday, February 24, 2024

 "উদভ্রান্ত"

 স্বপন কুমার সরকার।
        
        
মেঘেদের হাঙ্গার স্ট্রাইক দেখে 
ভীত সন্ত্রস্ত সূর্যের শাসন!
ওরা লড়াই করেই চাইছে 
গোটা আকাশের আধিপত্যে।

চাতকের হাসিতে উল্লসিত বৃষ্টি
মধ্যিখানে ফায়দা লুটছে
প্রবাদের সেই গৌরী সেন
সে কি আর বেশিক্ষণ!

ভরসাহীন নৈঋত কখন ঝড় তোলে
ককটেল করা মন নিয়ে
সদাশিব সারাক্ষণ
দীর্ঘ শ্বাস থেকে চুরি করছে আয়ু।

নিষেধ ভাঙার মজা লুটছে
মান্ধাতার অনুশাসন
অকাজের তেজ উন্মত্ত সুরে
ধরেছে বিদ্রোহের গান।

No comments:

Post a Comment