Saturday, February 24, 2024

 ১। মৃত্যুর পরদিন

  অরুণাভ ভৌমিক।

আমি তো কখনো কিছু চাইনি
চাইনি মৃত্যুর পরদিন
জীবনের আস্বাদ

গভীর বিষাদময় স্থির প্রান্তিক আমি
চাই নি জল কিংবা তুচ্ছ
অকাল বৃষ্টির মতো তুমুল প্রার্থনা

আমি কখনো কিছু চাইনি
চাইনি মৃত্যুর পরদিন
এক আকাশ মেঘ

একরত্তি এক সামাজিক বালিকা
কখনো হাঁটেনি সঙ্গে
রাত্রিকে পাশে নিয়ে

সদর দরজা জুড়ে পড়ে আছে
অনন্ত বিষাদ
ঝরা পাতার হলুদে
দেখেছে কি কেউ

আমি তো কখনো কিছু চাইনি
কেন যে তবু দুফোঁটা শিশির বিন্দু
বিষাদের জল মুছে দেয়
অপেক্ষার...!

২। দু'টুকরো কবিতা
    অরুণাভ ভৌমিক।

(ক) নিঃসঙ্গতা

একটা হাত সংগকথা
বুকের জ্যামিতি অন্যরকম

মানুষ নিঃস্ব হলে বাড়ছে রোদের তেজ

(খ) জল

জল ছুঁয়েছে বিধিসম্মত সতর্কীকরণ
জেনেছে আচমন জলের প্রবাহে
ধারাবাহিকতার অনন্ত ছায়াপথে
সে কি এসাইনড টু কিল
সে কি এসাইনড টু বি কিলড!


 


No comments:

Post a Comment