পাঁচ টুকরো কবিতা
অরুণাভ ভৌমিক
১। এই সময়
শূন্য থেকে উঠে আসে অজানা হাত
মুখে তার কঠিন রেখা
আমি আঁকি, তবু আঁকি
ঠান্ডা স্যাঁতসেঁতে ঘটনার স্রোত!
২। প্রগতিশীলতা
কতকিছুই তো কুঁচকে যায়
কুঁচকে যায় জানালার রোদ
কিংবা একটুকরো বিকেল
এখন খুঁজি... খুঁজে ফিরি
একটুকরো পুরনো স্বাদ!
৩। লোভ
আজ দিনভর কবিতার লীনতাপ
অস্থির আকাশে তবু শীতকাল
কবিরও লোভ হয়, হতে থাকে
দুঃখের রেওয়াজে চলে গোলাগুলি!
৪। তৃষ্ণা
অসুখে থাকে না কোন ভ্রমণকথা
অন্তরঙ্গতার নরম স্বপ্ন
ক্লান্ত সর্বাঙ্গে শুধু
তৃষ্ণার আবহমান অনুভব!
৫। পদক্ষেপ
পরবর্তী পদক্ষেপে ভেসে ওঠে জল
এ কেমন ইঙ্গিতবাহী উদ্যোগ
কে যেন ফিসফিসিয়ে ওঠে শৈশব সারল্যে!
No comments:
Post a Comment