Saturday, February 24, 2024

ফসিলের আয়না

অনুপ মণ্ডল


লাফিয়ে পার হয়ে যাচ্ছি যথেচ্ছ যতিচিহ্ন;কখনও জাম্পকাট
প্ররোচিত ডানা থেকে
ঝরে পড়ে ইতিবৃত্তের প্রাচীনতম মুখ,বিনম্র ফসল
বাতাসকে হেনস্থা না করেই প্রক্ষালন করি
মুখ পরাঙমুখ হয়
হাতের কারুণ্য থেকে দুবেলা জল গলে গলে পড়ে
অন্ধ হাতের বারংবার পেলবতা
আমার অবাধ্যতাকে মসৃণ করে তুলেছে

পুরুষের প্রকৃত বিভব আবিস্কার করে গুহার দেয়ালে
আদিম পোয়াতি নারী
দু'পায়ের ফাঁকে রাখে প্রাথমিক আগুন
কয়লার আঁচড়ে একের পর এক ম্যামথ শিকার
জলের নিম্ন মেধায় বন্যার সম্ভাবনা ছিল কি?
সময়ের খণ্ডন কিংবা নতমুখী বিশ্বাস!
পুরুষের মধ্যে কোনও বিনিময় মূল্য ছিল না!

রাগমোচনের স্বচ্ছতা প্রাক-আদিম নারীর আয়নায় গচ্ছিত আছে

No comments:

Post a Comment