Saturday, February 24, 2024

 সম্পাদকের কলম

দীর্ঘদিন ধরে বন্ধ ছিল কবিতা করিডোর । আসলে ব্যক্তিগত জীবনে কিছু সমস্যা মাঝে মাঝে ছেদ টেনে দেয় । আর ছেদ দীর্ঘতর হয়ে ওঠে কোন গভীর অসুখ দেখা দিলে ।  চোখের সমস্যায় দীর্ঘদিন জেরবার হবার পর এখন কিছুটা আরমে । যদিও চোখের সমস্যা আছে কিন্তু কবিতা বা সাহিত্য চর্চা নিয়ে যে টান সেটা কখনোই মরে যায়নি তাই কবিতা করিডোর প্রকাশ করার চিন্তা পুনরায় দেখা দিয়েছে । আর প্রকাশ করতে গিয়ে যা কিছু লেখা সঞ্চয় ছিল সেগুলোই প্রকাশ করা হলো । নতুন করে কারো লেখা চাওয়া হয়নি । প্রকাশনের কোন ভুল ত্রুটি থাকলে অবশ্যই  ক্ষমা করে দেবেন । পরবর্তী সংখ্যাগুলোর জন্য পরবর্তী সময় লেখা চেয়ে নেব। ধন্যবাদ।

কলমে - শুভঙ্কর পাল

 সম্পাদক -কবিতা করিডোর 

বারবিশা,আলিপুরদুয়ার

৭৩৬২০৭

মোবাইল -৯৯৩৩৭৭০৫৪১

মেইল আইডি - subhabrb@gmail.com

No comments:

Post a Comment