গানদীঘির কবিতা
সুবীর সরকার
১.
রাজবাড়ীর আলো সাগরদীঘির জলে
পৌষের ঘন হয়ে ওঠা শীত
শহরে ছড়িয়ে পড়ে সুরেন বসুনিয়ার ভাওয়াইয়া
ঘোড়া ছোটাচ্ছেন রাজকুমার ইন্দ্রজিৎ।
২.
সাগরদীঘি সাক্ষী আছে তিরিশ হাতির শিকার
মিছিল
জলে শুড় ডোবানো পাটহস্তি।
মেজর জেনকিংস পটেটো চিপস খাচ্ছেন।
আর সাগরদীঘির পাশে ব্রজেন শীলের ঘোড়া
৩.
ফেলে আসা ঘরবাড়ির গল্প সাগরদীঘির কাছে রেখে
আসি
তারপর সাগরদীঘিতে বেড়াতে আসে
তোর্সাচরের জোনাকি
আর জোতদার খুঁজে পান হারিয়ে যাওয়া
ঘোড়াটিকে
৪.
সাগরদীঘির কিনারে কিনারে কত কত কাহিনি
জলে নেমে যায় রাজবাড়ীর হাঁস।
মহারানী ইন্দিরা দেবী হাওয়া খেতে আসেন
হেমেন দাদু শোনাতে থাকেন কামতা রাজ্যের কথা
ভুলগুলি ধরিয়ে দেয় শেষাবধি সাগরদীঘি
৫.
রাজপুরুষের হওয়া লেগে কেমন বদলে গেল আমাদের সাগরদীঘি!অনুপ্রবেশকারী বাঘ শহরে
ঢুকলে সবার আগে জেনে যায় সাগরদীঘি।
কেননা সেই বাঘ তো ভোররাতে জল খেতে আসে
সাগরদিঘীতেই
৬.
শহর ঘুমিয়ে পড়লে সাগরদীঘি আত্মকথা লেখে
সাইবেরিয়ার পাখি আর ডুবে মরা অবিনের মুখ
আত্মকথা থেকে বারবার বেরিয়ে আসতে চাইলে
সাগরদিঘী তোর্সা পীরের ইতিকথার দিকে হাত
বাড়ায়
No comments:
Post a Comment