অভিনেতা
উত্তম দেবনাথ
--------------------
সারারাত জেগে থাকে চাঁদ
নিজেকে সূর্য হিসেবে আঁকবে বলে
হাঁটতে হাঁটতে শতসহস্র জন্ম মৃত্যুর পর চাঁদ
এগিয়ে যায় নিজেকে নিখুঁত অভিনেতা গড়বে বলে।
পথে পথে মৃত মানুষের হাতে
একতারা দেখতে দেখতে ভুল গান গেয়ে ওঠে
সুর ছড়িয়ে পড়ে দাঁড়িয়ে থাকা অবহেলিত পাড়া গাঁয়ে।
লজ্জাবতী চাঁদকে সূর্য ভেবে
মনের পাতা খুলে দিলে উপোস থাকতে হয় ক্লোরোফিলের অভাবে।
বিপ্লবী বটবৃক্ষ সূর্য ও চাঁদদের শিক্ষক।
No comments:
Post a Comment