শিল্পী
বেবী সাউ
.
স্রোত হেরে যায়। যেদিকে গভীর। কোনও শ্যাওলাঘন নীপবন
তাকে ফেরাতে পারেনি
অতিথি সময় মাত্র... ফেরা নিয়ে আসে।
বুকের আঁচলে লেখে চাল, ডাল, দু'টি বেগুন কাহন...
তারপর হেঁটে যায়
মৃত কফিনের দিকে।
মস আর শ্যাম তরুবর
পথ এঁকে দেয়। ছায়াঘন। অন্ধ।
No comments:
Post a Comment