Showing posts with label অনু কবিতা. Show all posts
Showing posts with label অনু কবিতা. Show all posts

Saturday, February 24, 2024

 পাঁচ টুকরো কবিতা

অরুণাভ ভৌমিক

১। এই সময়

শূন্য থেকে উঠে আসে অজানা হাত
মুখে তার কঠিন রেখা

আমি আঁকি, তবু আঁকি
ঠান্ডা স্যাঁতসেঁতে ঘটনার স্রোত!

২। প্রগতিশীলতা

কতকিছুই তো কুঁচকে যায়
কুঁচকে যায় জানালার রোদ
কিংবা একটুকরো বিকেল

এখন খুঁজি... খুঁজে ফিরি
একটুকরো পুরনো স্বাদ!

৩। লোভ

আজ দিনভর কবিতার লীনতাপ
অস্থির আকাশে তবু শীতকাল

কবিরও লোভ হয়, হতে থাকে
দুঃখের রেওয়াজে চলে গোলাগুলি!

৪। তৃষ্ণা

অসুখে থাকে না কোন ভ্রমণকথা
অন্তরঙ্গতার নরম স্বপ্ন

ক্লান্ত সর্বাঙ্গে শুধু
তৃষ্ণার আবহমান অনুভব!

৫। পদক্ষেপ

পরবর্তী পদক্ষেপে ভেসে ওঠে জল
এ কেমন ইঙ্গিতবাহী উদ্যোগ

কে যেন ফিসফিসিয়ে ওঠে শৈশব সারল্যে!

 চোখ 

 নীলাব্জ চক্রবর্তী

 

 

 

ক্যামেরা অর্থে কোনও কাগজের চোখ

ঠাণ্ডা

দেখি

সম্পর্ক একটা গাছ

ফেনার ভেতর

কে একটা দশকের বারবার নাম

বইছে

কাঁচের ওষুধে

আরও ভারী হয়ে আসে এই নোনাজল

এভাবে আয়না করছি

এভাবে

রিপিট

সাধনা

মানে

ঝুমকা বিষয়ক কয়েকটা সাদাকালো ফ্রেমের সুর...


Tuesday, August 3, 2021

 স্প্লিন্টার

পাপড়ি গুহ নিয়োগী

 

আলোয় ঘেরা রাষ্ট্রে    

ডিমেনশিয়া একটি ল্যাটিন শব্দ মাত্র  

 

আপেল থেকে সবুজ আপেল  

আমরা এখন উপহাসের পাত্র

 

গণতন্ত্র শব্দের অনুবাদ করছে রাষ্ট্র

হঠাৎ তীব্র শ্বাসকষ্ট ইতরের দেশে

 

স্বাধীনতা ঝুলে আছে শূন্যতায়

হুইল চেয়ার একটি দলিল

কৃষক আর রাষ্ট্র শুধুই ইঁদুর

তবু, শুকনো পাতা কুড়িয়ে নিই আমরা

 

আমাদের ঘুম চুরি করে 

হাতি সাফারিতে মুকুট

 

 

মাংসের বাজারে

       লটারির টিকিট

 

আলার বৃত্তে শ্যামাপোকার মিছিল

সাজানো হচ্ছে মুখহীন গণচিতা    

 

অসুখের সাথে দীর্ঘ ভ্রমণ

এবার ঘরে ফিরুক লাল রঙ

 

১০

গণতন্ত্রের মুখোশ পুরস্কার পায়

মধ্যবর্তী করিডোরে ঘাপটি মেরে

শেয়াল

বাঘ      

 

১১

গণটিকা

না

গণচিতা

 

১২

গাছ চিনতে ভুল হয় বারবার

 

অবসাদ

আত্মহত্যা

ভোর রাতে গলা ধরে কাঁদে