সিরিজ কবিতা
-মিন্টু দাস
১
বারবার সমুদ্রের কাছে ফিরতে চেয়েও
পিছিয়ে যাই রোজ!!
ভালো থেকো নীলাঞ্জনা।
অজানা সমুদ্দুর থেকে
উড়িয়ে এনো লবণাক্ত বালি....!
. ২
আমাদের সকাল শুরু হয় কান্না দিয়ে
সন্ধ্যার আগেই ডুবে যায় বিশ্বাস!!
তুমি নিশ্চয় ভালো আছো
সমুদ্রের জলীয় বাতাসে?
ভিজছো কেমন বলো স্নান ঘরের
স্যাঁতসেঁতে অন্ধকারে?
৩
আবার কখনও দেখা হলে
মোহনার গল্প শুনিও!
শিখিয়ে দিও বেঁচে থাকার ট্রিক্স!
আমি ভুলে গেছি কিভাবে হাসতে হয়!
আর বেঁচে থাকা কাকে বলে?
৪
কোনো একদিন দেখা হলে
চোখে চোখে অনেক কথা হবে
হৃদয়ের মোম যদি গলে!
আমার বুকের ভিতর তো
বয়ে যায় নদী আর
হাজার প্রদীপ জ্বলে!
৫
নদীর বিষন্ন হাওয়ায় বসে থেকেছি দীর্ঘক্ষণ
সমুদ্রের লোনা বাতাসে মিশিয়ে দিয়েছি কান্না।
তুমি আমাকে জীবনের গল্প শুনিও না
আমি জানি বাস্তবতা কাকে বলে !
৬
উড়ে যাচ্ছে বালি উড়ে যাচ্ছে নুন
জল আছাড় খেয়ে পড়ছে
রুক্ষ পাথরের গায়ে!
আমিও ভুলে গেছি স্মৃতি
ভালো লাগে নাকো আর
বিট নুন লেবু চায়ে!
No comments:
Post a Comment