আঁশ বটিতে লেগে থাকে রক্ত
সঙ্গীতা মুখার্জী
শুভ হয়ে ওঠার দ্রাঘিমারেখা থেকে
অন্য কোনো হাতের শব্দ লেখা থাকে,
যাকে ধার করে জীবন চলতেই পারে।
কিন্তু রূপক নামক স্থানে ছিদ্র
তাই বিগলিত অনুপাত থেকে অক্ষর কথা শুরু;
রান্নার আঁশ বটিতে লেগে থাকে রক্তের রঙ।
সুখী হতে চাইলে রুটিন মতো মেপে দু হাত পিছনে অথবা আগে...
শক্ত করে ধরে থাকার প্রয়াস বৃথা,
সাধ্য মতো প্রয়াসে কষ্ট বাড়ে,
জমানো টাকার মূল্যের চেয়ে
ঘামে ভেজা পকেট উৎকৃষ্ট হয়ে যায়
চরম অনিশ্চয়তা কাটাতে।
তুমি আমার জন্ম দাও
অথচ আমি জীবিত অবস্থায়
মৃত্যুদণ্ডে দন্ডিত হই।
No comments:
Post a Comment