টেকনিক্যাল
--- শশিভূষণ পাত্র
একটা ছাদ দেওয়া হোক
নির্বাচিত অসুখ ধারনায় মেকানিক প্রয়োজন
ছেঁটে ফেলো বিকল যান্ত্রিক সমস্যা,
আঘাত-গর্তে রাখো শহুরে সমাধান
কাঠি বাছায় জটিলতা নিপাত যাক।
সেলামি ও তোপ দিয়ে কি শোক যাত্রা হয়?
স্মৃতি সৌম্য বিলাসিতা, মাত্র
নাগা সন্ন্যাসীর পথ ধরেছি
পরোয়ানাহীন, কোন মৃত্যু যন্ত্রনা
যুদ্ধে জীবিত হব
দীর্ঘায়ু তরবারির কোপ দিয়েছি।
ক্লান্তির পর ফিরে... একটা পৃথিবী, শুধু আমার।
বাছাটা সময়ের মতো হোক
দেওয়া হোক অবশেষে একটা ছাদ।
নীল পাখি মশাল হাতে
-------------------
ভুলে যাওয়া শর্ত হলে
বেঠিক অপশাসনের যুগে অন্তহীন জটিলতা
মোড়ক পাতায় ত্রিভূজের জন্ম হওয়া,
ভিড় করা জ্যোৎস্নার বালিশ খামে
অনুগদ্য জনতার প্রবৃত্তি
লোকালয় সংজ্ঞা হানে
অবাঞ্ছিত দেবতার চিহ্নিত দূত।
বেখেয়ালি সূত্ররা
ইকোনমিক্সের ফাঁদে হড়কে পড়ে।
ঘুরে ফিরে তর্ক যুদ্ধ আসে।
নীল পাখিগুলো
জলপাই আনতে উড়ে গেছে
মশাল হাতে।
No comments:
Post a Comment