প্রাণজি বসাক এর কবিতা
রূপ মহল
ঘুরে ফিরে ইউটার্ণ নিতে নিতে বেজে ওঠে সাইরেন
ছড়িয়ে দিতে দিতে জারিত বোধ রোদের আস্ফালন
ফুটন্ত ফুল আর তোমার আত্মভোলা রূপ কেন যেন
বুকের গহ্বরে তলিয়ে যেতে যেতে আঁধার উচাটন
আলোর খেলায় মহাজগৎ ভালোবাসাও এক খেলা
রোদে পুড়ে পুড়ে ভালো নির্মিত বাসা রূপগন্ধ মেলা
No comments:
Post a Comment