- শশিভূষণ পাত্রের দুটি কবিতা
একটি বার
অনেক সময় পার হয়ে গেছে
পাঁজরের টুকরো সংরক্ষিত হোক
শিক্ষা দেওয়া হোক পাঁজরকে।
বেঁকে পড়া শিরদাঁড়া টা কোঠার হাতে আবার সোজা করতে হবে।
শিশুর দুধে নেশার মিশ্রণে এবার চিকিৎসা চাই।
চোখ ঘোরানো সার্কাসের এবার সঠিক লক্ষ প্রস্তুত করো।
গরীবকে বিদ্রোহ শিখিয়ে লুঠ আর চুরির শাস্তি চাই।
আবার একটা শিরদাঁড়া চাই।।
অসুবিধা নেই
লিখতে পারি এক সমুদ্র বৃষ্টি ভেজা বুক পকেটে।
বাধ্য হাওয়াই লজ্জা ছুঁয়েছে
পূব আকাশের রামধনুকে ।
সত্যিকারে শর্ত হতে আমার কোন অসুবিধা নেই -
যদি তুমি মৃত্যু উপত্যকায় দাঁড়িয়ে আমার মৃত্যু গুনতে পারো।
অথবা আমার খুনোর স্বপ্ন দেখেও শান্তির ঘুম দিতে পারো।
হাজারা অভিনয় কেন সবটাই অভিনয় হোক না।
আমার কোন অসুবিধা নেই।।
No comments:
Post a Comment