বিবাহরাত্রি
শৌভিক দত্ত
সমস্ত বাউল জুড়ে বিবাহরাত্রি হয়
সমস্ত বাউল জুড়ে ভাঙা তাস মাটির গেরুয়া
তুলোচাষে গতিবিধি, মলাটে নামাজ ভেসে যায়
ছয়রাত্রি ছদ্মবেশ ছয়লাপ ছয়লাপ জনগণ
প্রথার গভীরে ঐ বলিরেখা দাহ্য হয়ে নামে
আচমন ধরে রাখে জ্বলানেভা সাঁতার গুমোট
চমক ফেরী করে নরম দোয়াতে রাখা ভাষা
প্রাতরাশে সারসার অস্থির শুনানী পড়ে থাকে
ঘুমসই
আসে না
এভাবে
ফর্সা কোনও উত্তর
তার ছলাকলা
বোতাম গড়িয়ে দেখি
মৌলিকের নড়াচড়া
টিপসই
ছিপ হয়ে নামে
হেরে ওঠার আগের পর্দা
ঈশ্বরের বাদামে
গোটাতে গোটাতে
ঘুমভাঙ্গা হাট
হাতের ওপাশে
কিছু নির্জন রেখে গেছে ...
No comments:
Post a Comment