শুভ্রনীল চক্রবর্ত্তীর কবিতা
আমার ভারতবর্ষ
আজ তাপমাত্রা ৪০ ছাড়িয়েছে,
পথে যাদের থাকার কথা ছিল তাদের হঠাৎ দেখতে পারছিনা -
সুড়ঙ্গের ভেতর সুড়ঙ্গ বানাচ্ছে পিঁপড়ের দল
খাদ্যের সন্ধানে আবহাওয়া দপ্তর ___
তাপমাত্রা ৪০ হোক অথবা ৪ ওরা রোজ এখানেই থাকে, আমার সাথে রোজ চোখাচুখি হয় -
কথা বলার সাহস পাইনি কোনোদিন,
যে ছেলেটা গোলাপ বেঁচবে বলে জন্মেছিল -
সিগন্যাল শুধু একা তারই __ আমরা তো ক্ষণিকের অতিথি
বৃষ্টির দিনে দেখেছি প্লাস্টিক জড়িয়ে ওদের শরীর কেঁপে ওঠে উষ্ণ হাতে _ আমি লজ্জায় চোখ সরিয়ে নি,
আমার সাহস হয়না আর ওদের কে নতুন ফুটপাথ কিনে দেওয়ার
এভাবেই ইশারায় ওরা আমার খুব কাছের হয়ে ওঠে, পিঁপড়েদের জন্য আমি একটা দেশলাই বাক্স কিনি __ কিনি নতুন সুড়ঙ্গ ___ নতুন ফুটপাথ
এভাবেই সিগন্যালে রোজ আমায় দ্যাখে
আর মুচকি হেসে চলে যায়
- আমার ভারতবর্ষ
No comments:
Post a Comment