Saturday, February 24, 2024

পুরনো বাড়ির আত্মকথা

দেবাশিস মুখোপাধ্যায় 
১.
রাত্রির শরীর এতটাই হলুদ 
সিঁড়িভাঙার ক্ষমতা কখন হারিয়ে যায়
গল্পগুলো ভিজে যাওয়ায়
জমছে না 
আনন্দ 

২.
একটা
রঙিন চশমা
জন্মের পরের অধ্যায়ে 
মৃত মানুষের ঠোঁট আঁকছে
সেখানে ফুটে আছে আর্তি প্রেমের 

৩.
ফুলহীন ফুলদানি
কাঁদলে
একটা টেবিলের দীর্ঘশ্বাস
বাড়িকে খায়  খাবার ছাড়াই
ভালবাসা নরম স্পর্শ ছাড়া পাথর 

No comments:

Post a Comment