Saturday, February 24, 2024

দুটি কবিতা:

বিশ্বজিৎ

নিয়ম
-----------
যতটা বদলে গেছি
বদলে গেছ।
মুহূর্ত নিয়মে চলে না
পালটার পর পালটা,
হাজিরা খাতায়-চোখের জরুরি।
ভেজালের গায়ে,বিশ্বাস লেগে আছে

ব্যবধান-
একদিন সবাই শিখে যায়...
            -----

দুর্গম
----------------
দৈনন্দিন ভেঙে
চাঁদ আঁকছি।
হয়ত অথবা হতে পারে
আমগাছ,পেয়ারাগাছ
আরও অন্ধ...

শূন্যস্থান এখনও ভরাট হল না

No comments:

Post a Comment