Saturday, February 24, 2024

মুহূর্ত 

শঙ্খ মিত্র

বাতাসের বিশ্বাসঘাতকতায় ভরসা রাখতে হয়
অনুমান ক্ষমতার ওপর
তুমি বলেছিলে ঘুমের ভিতর কান্না পায় না আর
অথচ প্রতিটি দহনের পর
চোখ হয়ে ওঠে ডালিম ফুলের মত লাল

এর কোন ব্যত্যয় ঘটেনি এ যাবৎ কালে

জলের শরীরে সদ্য ফুটে উঠল একটি উজ্জ্বল নক্ষত্র
তোমার চিবুক থেকে আলো ছড়িয়ে দিল
আশ্চর্য অনির্বচনীয় তিল

এ এক মাহেন্দ্রক্ষণ
কিছুটা স্থিতি ও সংক্ষিপ্ত পরিধির ভিতর
একে একে অভিনীত হলো পদাবলী পর্যায়

সমস্ত বৈধ শপথ ভেঙে গিয়ে
ধীরে ধীরে খুলে গেল কঠিন আগল ও সংযম 

No comments:

Post a Comment