Showing posts with label বুক রিভিউ. Show all posts
Showing posts with label বুক রিভিউ. Show all posts

Wednesday, August 4, 2021

 

জীবন যন্ত্রণার জল রং ভালবাসার খোঁজ

শুভঙ্কর পাল

 


কবি আর কবিতার মাঝখানে কিছু শব্দের সুতোহীন মায়াজাল বোনার কথা নিয়ে অম্বরীশের কবিতা যাপন নয় তার সদ্য প্রকাশিত নতুন কবিতার বই যন্ত্রণার জলরং প্রকৃতপক্ষেই যাপানের নিবিড় থেকে উঠে আসা পংক্তিমালায় সাজিয়ে তোলা তার সংসার

 

মায়ের কথা মনে পড়লেই / একটা গ্রাম ---"

 

এই গ্রাম কবির একান্ত ব্যক্তিগত হলেও অনেকের গ্রাম হয়ে ওঠে   যেখানে সন্ধ্যার শঙ্খ হাতে মায়ের নরম হাতের স্পর্শ যেমন থাকে তেমনি থেকে যায় জ্যোৎস্নামাখা রাতের পোশাকে প্যাঁচার ডাকের গল্প এই মেজারি কবিতা আমাদের মনের ভিতর এমন একটা তরঙ্গ খেলে দেয় যা আন্দোলিত হয়ে এক প্রশস্তির উচ্চারক হয়ে থাকে-

 

কবির কথা - কবিতার দেশ - একটা বাড়ি

 

আরেকটু টার্ন নিলেই তো দরজা

হ্যাঁ কবির এই কবিতার বইটিতে যে চল্লিশটি কবিতা রয়েছে তার ভিতরে গিয়ে বসত করতে গেলে ওই দরজায় নক করতেই হয় কবি কিন্তু উল্টো পথে হেঁটে পুরনো প্রেম ছুঁয়ে দেখতে চেয়ে অতীতের তীরে নোঙর ফেলেন   ফেলে আসা দিনগুলির বর্ণময় জীবনের কথা উপেক্ষা করতে পারেন না তাই সেই অতীতের দিনগুলি বুকে নিয়ে বৃষ্টি হয়েছে চান -

বালিশ পুড়িয়ে সেই বিকেলটাতেই না হয় বৃষ্টি হয়ে ঝরবো

 কবির চোখে ভেসে ওঠে সীমান্তের সেই বারুদের বিস্ফোরণ আর সেইসব বারুদের ঘ্রাণে  যে শোক তারপরেও কবি আশাবাদ নিয়ে স্বপ্নদের  বাঁচিয়ে  রাখতে যুদ্ধশেষের  সংকেত ধ্বনি শোনাতে চেয়েছেন বির এই কবিতার সাথে পথচলার ভিতর সূর্যাস্তের প্রচ্ছদ নয় বরং গল্পের বিষন্নতা ছাপিয়ে শব্দ ধূসর পোকাদের উপসংহার লেখবার একটা প্রয়াস লক্ষ্য করা যায়

 

কবির এই কবিতার বইটির চিত্রকল্প কিংবা উপমার ব্যবহার ও বিন্যাস আপনাদের আকৃষ্ট করবে    অনায়াসে কবি লেখেন

চাঁদ কি সেই উনুনে উঁকি দিয়েছিল

 যে উন্নয়নে গত তিনদিন আগুন জ্বলেি

কবির  এই সংশয় বাস্তব কবি রাস্তার পাশে কিংবা গ্রামীণ জীবনের ভিতর এই দুঃসহ কষ্ট কে নিজের চোখে দেখেছেন আর তা তার কবিতায় বাস্তব রূপ পেয়েছে এ যন্ত্রণাকে কবি শব্দের জলরং এর ভিতর দিয়ে ছড়িয়ে দিতে চেয়েছেন আর সামাজিক অবক্ষয়ের যুগেও কবি আশাবাদকে  মরে যেতে দিতে চাননি তাই কবি অনায়াসে উচ্চারণ করেছেন-

 পৃথিবীর রংমহলের মরচে সরিয়ে

গোপন ডেরা থেকে আবারও কি উঁকি দেবে ধ্রুবতারা

কোন কঠিন শব্দের জাল বুনে কবিতাকে দুর্বোধ্য করে তোলা নয় বরং যাপনের বাস্তবতাকে চেনা শব্দের বেষ্টনীতে আকর্ষণীয় করে তোলেন আর আমরা অম্বরীশের কবিতা পড়তে পড়তে তন্ময় হয়ে যাই সেইসব পংক্তির ভিতরে

জানালার দুধারে পরাগ চোরাবালিতে

বেঁচে থাকার যুদ্ধ জুড়ে আমাদের ব্যস্ত বিন্যাস

 না এখানে হিংসা নয় আছে বরাদ্দ ভালোবাসার খোঁজ এবং জীবন যন্ত্রণার গভীর খনন


পালক পাবলিশার্স

প্রচ্ছদ : অর্পণ

উৎসর্গ : সুহানকে ( সুহান আমার ছেলে )

প্রথম প্রকাশ জুলাই , ২০২১

মূল্য ১১০ টাকা