নৈঃশব্দের বর্ণমালা
---------------------------
শুভময় সরকার
নৈঃশব্দ মানে কী...? সে কি শুধুই এক শব্দ? নাকি অধিক কিছু!!! প্রশ্নগুলো সহজ নয়,উত্তরও একটু জটিল বটে। তবে এটুকু বলা যায় যে নৈঃশব্দেরও কিছু অনুচ্চারিত বর্ণমালা রয়ে যায়। একটু সহজ করে বলা যাক বরং! বহুদিন আগে একটি ইংরাজি সিনেমায় এক দৃশ্য দেখেছিলাম,অবশ্যই ভৌতিক ছবি। তো দৃশ্যটি ছিলো এরকম-মাঝরাতে চরম নিস্তব্ধতার মাঝে,মানে যাকে বলে absolute silence-য়ে একটি দরজা সামান্য ক্যাঁচ শব্দ করে খুলে যায়, সামান্য এই শব্দে অদ্ভুত এক শিহরণ খেলে যায় সারা শরীর জুড়ে! যে বয়েসে সিনেমাটি দেখেছিলাম,সেই অপরিণত সময়ে নেহাৎই সাদামাটা এক ভয়ের দৃশ্য ছাড়া অন্য কোনো অনুভূতি হয়নি কিন্তু পরে পরিণত ভাবনায় কিন্ত শুধুই এক ভয়ের দৃশ্য বলে মনে হয়নি।আসলে দরজার ওই শব্দ নৈঃশব্দকেই তীক্ষ্ণ করেছিলো বহুগুণ।
কার যেনো একটি উক্তি পড়েছিলাম-Listen to silence. It has so much to say...! সত্যিই তো নৈঃশব্দ বলে কি সত্যিই কিছু হয়? নৈঃশব্দেরও তো একটা ভাষা আছে, কথা আছে, অনুভূতি আছে! কালো রঙ কি কিছুই বলেনা? নিশ্চয়ই বলে,কখনো সে শোকের কথা বলে, কখনো প্রতিবাদের ভাষা কালো, কখনোবা অন্য কোনো আধাঁরের কথা, ভিন্ন এক অনুভূতির কথা! 'তুমি যে আধাঁর তাই বড় ভালোবাসি...'! সব Negation-এর কিন্তু এক Positive বার্তা রয়ে যায়। একজনের কাছে যা Negation হয়ে আসে, অপরজনের কাছে সেটাই Positive এক ভাবনা! নৈঃশব্দও তেমনি এক অনুচ্চারিত বর্ণমালা এবং সেই অনুচ্চারিত অক্ষরমালায় নৈঃশব্দ যা বলতে চায়, তা অনুভবের। নৈঃশব্দের ভাষা পড়বার জন্য ভিন্ন এক প্রস্তুতি জরুরি, সে প্রস্তুতি না থাকলে প্রাচীন প্রস্তরলেখ-র মতোই অপঠিত রয়ে যাবে!!! নৈঃশব্দ নিয়ে এটুকুই আপাতত, পরবর্তী সময়ের জন্য আরও কিছু কথা রয়ে গেলো।
---------------------------
শুভময় সরকার
নৈঃশব্দ মানে কী...? সে কি শুধুই এক শব্দ? নাকি অধিক কিছু!!! প্রশ্নগুলো সহজ নয়,উত্তরও একটু জটিল বটে। তবে এটুকু বলা যায় যে নৈঃশব্দেরও কিছু অনুচ্চারিত বর্ণমালা রয়ে যায়। একটু সহজ করে বলা যাক বরং! বহুদিন আগে একটি ইংরাজি সিনেমায় এক দৃশ্য দেখেছিলাম,অবশ্যই ভৌতিক ছবি। তো দৃশ্যটি ছিলো এরকম-মাঝরাতে চরম নিস্তব্ধতার মাঝে,মানে যাকে বলে absolute silence-য়ে একটি দরজা সামান্য ক্যাঁচ শব্দ করে খুলে যায়, সামান্য এই শব্দে অদ্ভুত এক শিহরণ খেলে যায় সারা শরীর জুড়ে! যে বয়েসে সিনেমাটি দেখেছিলাম,সেই অপরিণত সময়ে নেহাৎই সাদামাটা এক ভয়ের দৃশ্য ছাড়া অন্য কোনো অনুভূতি হয়নি কিন্তু পরে পরিণত ভাবনায় কিন্ত শুধুই এক ভয়ের দৃশ্য বলে মনে হয়নি।আসলে দরজার ওই শব্দ নৈঃশব্দকেই তীক্ষ্ণ করেছিলো বহুগুণ।
কার যেনো একটি উক্তি পড়েছিলাম-Listen to silence. It has so much to say...! সত্যিই তো নৈঃশব্দ বলে কি সত্যিই কিছু হয়? নৈঃশব্দেরও তো একটা ভাষা আছে, কথা আছে, অনুভূতি আছে! কালো রঙ কি কিছুই বলেনা? নিশ্চয়ই বলে,কখনো সে শোকের কথা বলে, কখনো প্রতিবাদের ভাষা কালো, কখনোবা অন্য কোনো আধাঁরের কথা, ভিন্ন এক অনুভূতির কথা! 'তুমি যে আধাঁর তাই বড় ভালোবাসি...'! সব Negation-এর কিন্তু এক Positive বার্তা রয়ে যায়। একজনের কাছে যা Negation হয়ে আসে, অপরজনের কাছে সেটাই Positive এক ভাবনা! নৈঃশব্দও তেমনি এক অনুচ্চারিত বর্ণমালা এবং সেই অনুচ্চারিত অক্ষরমালায় নৈঃশব্দ যা বলতে চায়, তা অনুভবের। নৈঃশব্দের ভাষা পড়বার জন্য ভিন্ন এক প্রস্তুতি জরুরি, সে প্রস্তুতি না থাকলে প্রাচীন প্রস্তরলেখ-র মতোই অপঠিত রয়ে যাবে!!! নৈঃশব্দ নিয়ে এটুকুই আপাতত, পরবর্তী সময়ের জন্য আরও কিছু কথা রয়ে গেলো।
No comments:
Post a Comment