চুপকথা
মিতালি চক্রবর্তী
আগে পিছে কথার জঞ্জাল
জলের মাঝে অজস্র আল্পনা,
মাছ আর সাপের খাদ্যশৃঙ্খলে
মনের মাঝে স্বজনের আনাগোনা।
প্রতিটা রাত জ্যান্ত হয়ে আসে
শরীর চেনার নিদারুন অভ্যাসে,
অথচ, তফাৎ জলে আর মাটিতে
তাবৎ সত্য অন্ধকারের সাথে
মেলায় হাতে হাত,,,
বাকি থাকল কলসী উপুড় তত্ত্ব
সাজানো লোকাচারের সিঁদুরে ব্রাত্য
বরনডালা ,কুলো,ধানের শিষ
দুই একখানি দূর্বার আশীষ।
ব্যস এইটুকুতেই ক্লান্ত নৈর্ব্যক্তিক
ভরাপেটে কাপড়চোপড় আনুষঙ্গিক
মন্থনদন্ড থাক বা নাই থাক
অমৃতের যোগান আবশ্যিক।
মিতালি চক্রবর্তী
আগে পিছে কথার জঞ্জাল
জলের মাঝে অজস্র আল্পনা,
মাছ আর সাপের খাদ্যশৃঙ্খলে
মনের মাঝে স্বজনের আনাগোনা।
প্রতিটা রাত জ্যান্ত হয়ে আসে
শরীর চেনার নিদারুন অভ্যাসে,
অথচ, তফাৎ জলে আর মাটিতে
তাবৎ সত্য অন্ধকারের সাথে
মেলায় হাতে হাত,,,
বাকি থাকল কলসী উপুড় তত্ত্ব
সাজানো লোকাচারের সিঁদুরে ব্রাত্য
বরনডালা ,কুলো,ধানের শিষ
দুই একখানি দূর্বার আশীষ।
ব্যস এইটুকুতেই ক্লান্ত নৈর্ব্যক্তিক
ভরাপেটে কাপড়চোপড় আনুষঙ্গিক
মন্থনদন্ড থাক বা নাই থাক
অমৃতের যোগান আবশ্যিক।
No comments:
Post a Comment