অতিরিক্ত পাখি
হাসান রোবায়েত
১.
সে-বার আশ্চর্য গানের ভেতর একদল দর্জি ঢুকে
কেটে নেয় তাসের বাগান
কতখানি বেঁকে যায় জ্বর—মা তাকিয়ে থাকেন
প্রকাণ্ড মাছ কুটনির দিকে
ভাষাও অতিরিক্ত পাখি—ফাটা ফাটা রোদের থেকে
তুলে নিচ্ছে বিশ্রাম-বাতাস
২.
ধুলার নৈঃশব্দ্য ঘিরে যে হিংসা-রেস
এই পাঠযোগ্য হাওয়ায় ঝরে পড়ে রাশি রাশি
বল্লম
কোথাও, হে নিরোদ পাতা—
মৃত্যুকে ভাষার ভালো লাগে
সমস্ত পারাপার ভাবি সাঁকোর ওপার—
হাসান রোবায়েত
১.
সে-বার আশ্চর্য গানের ভেতর একদল দর্জি ঢুকে
কেটে নেয় তাসের বাগান
কতখানি বেঁকে যায় জ্বর—মা তাকিয়ে থাকেন
প্রকাণ্ড মাছ কুটনির দিকে
ভাষাও অতিরিক্ত পাখি—ফাটা ফাটা রোদের থেকে
তুলে নিচ্ছে বিশ্রাম-বাতাস
২.
ধুলার নৈঃশব্দ্য ঘিরে যে হিংসা-রেস
এই পাঠযোগ্য হাওয়ায় ঝরে পড়ে রাশি রাশি
বল্লম
কোথাও, হে নিরোদ পাতা—
মৃত্যুকে ভাষার ভালো লাগে
সমস্ত পারাপার ভাবি সাঁকোর ওপার—
No comments:
Post a Comment