Friday, August 30, 2019

শব্দ দিয়ে নৈঃশব্দের অভিব্যক্তি গড়ি


 রঞ্জন চক্রবর্ত্তী




শহরের পথেঘাটে ইতস্তত খুঁজি সেই হেমন্তের হারানো বিকেল
যদিও থেমে থাকে না সময় - এগোয় নিঃশব্দে নিজের নিয়মে
চারপাশে অসংখ্য মুখ - হয়ত লক্ষ্যচ্যুত হব একাগ্রতার অভাবে
অনির্দেশের দিকে আমার চলার পথ ঝরে যাওয়া পাতায় ঢেকেছে
একের পর এক শব্দ সাজাই – শব্দ দিয়ে নৈঃশব্দের অভিব্যক্তি গড়ি
হাজার লোকের ভিড়ে প্রচ্ছন্ন তুমি আনমনে হেঁটে চলে যাও
এই নীরবতা আসলে বাঙ্ময় – সমাধান খুঁজে নিতে হয় সংকেতে
যেমন কান পাতলে নৈঃশব্দ্যের আড়ালে শোনা যায় সুরের অনুরণন
হেমন্তসন্ধ্যায় শূণ্য মাটির ঘরে একটি প্রদীপ জ্বালা রয়েছে কেবল
জোনাকীরা আলো জ্বেলে নিকষ অন্ধকার কীভাবে ঘোচাবে বল?
ফুলের সুবাস আর শীতল বাতাস শুধু তোমাকে দিয়েছি ভালবেসে
এ কাব্য নিছক কল্পনা নয়, মোমের হলুদ আলোয় বসে লেখা

No comments:

Post a Comment