' কবিতা করিডোর ' উত্তরবঙ্গের প্রথম মাসিক ওয়েবজিন । এই ব্লগ নতুন সৃষ্টি নিয়ে ভাবে । কবিতা নয় সাহিত্যের নানা দিক ও চিত্রকলা থেকে চলচ্চিত্র সবেতেই এই ব্লগ নতুন ভাবনার পথিক ।
Friday, August 30, 2019
কবিতা বিভাগ ২: একটি মৃত্যু সঞ্জয় দাশগুপ্ত
আমার নৈঃশব্দরা স্বপ্নতে আসে
বিদ্রুপে হাসে, ভঙ্গ করে নিয়ম।
আমার কোলাহল একাই আসে
নৈঃশব্দের কবরে ‘বসে একাদশী ব্রত করে পালন।
No comments:
Post a Comment