Friday, August 30, 2019

কথা ছিল
             শোভন মণ্ডল


আলোর উলটো দিকে পথ খুব অচেনা
তবুও এগোতে হচ্ছে
কথা দিয়েছিলাম,  এভাবেই যাবো
যেতে যেতে নেমে আসবে ভারী বর্ষণ
শ্রাবণের ধারা, অলীক স্রোত

তোমার প্রশ্রয়গুলো গুছতে গুছতে এগিয়ে যাচ্ছি
একটা মৃত সুড়ঙ্গ আমাকে ডাকছে
সেখানে যেসব লাশ পড়ে আছে তাদের কাউকে চিনতে পারছিনা
যদিও চেনার কথা নয়

তোমার ইশারাও ছিন্ন করতে হবে
পিছুটান ফেলে এগোতে হবে
এগোতে হবে,  এগোতে হবে

কথা ছিল
এই সব কথা ছিল
ভালো না বাসার কথা ছিল

No comments:

Post a Comment