Friday, August 30, 2019

তৈমুর খান

নৈঃশব্দ্যের পাড়ায় মেঘ জমে
_____________________________________________

  
       


নৈঃশব্দ্যের পাড়ায় মেঘ জমে
গার্হস্থ্য বিকেলে ভয় নাচে
আমরা পুতুল হয়ে খোকা ও খুকুর ঘরে
শুয়ে থাকি ।
আমাদের বিবাহ উৎসব
প্রচলিত বাল্যধারণায় প্রবেশ করি
ফুলশয্যায় ।
আনন্দ ব্যঞ্জনে মিষ্টি মুখ
আহা কত কত মিষ্টি শাকপাতা ধুলোমাটি...

যদিও পুতুল , ব্যাকুলতা স্পর্শ করে
ঘুমের আড়ালে অজাগর
কষ্টগুলি নোনতা ফুলের মতো ফোটে

বাতাসের বাজনায় আন্দোলিত কোনো গান
ঘুরেফিরে আসে
মৃত ও জীবিত সমুদ্র উথাল পাথাল...

No comments:

Post a Comment