Friday, August 30, 2019

উত্তর পূর্বাঞ্চলের কবিতা 

নীরবতা

রাজেশ চন্দ্র দেবনাথ

মেঘের পালক ছিঁড়ে নৈঃশব্দ্য যাদুগর
জম্পুই ভাঁজে ভাঁজে হেঁটে চলে
নিশাচর ভোলা মন
অলৌকিক মাদুরতায়
কন্ঠে ঝরে পড়ে টুপটাপ নীরবতা


নিস্তব্ধ 
নীলাদ্রি ভট্টাচার্য

এক অংশ অপর অংশের
রৌদ্র ভেঙ্গে যায়
হাসি শুকতে জানালায় বিলাপ করে
এক বৃষ্টি সাদা মেঘ।

জলে ভিজে কাঠের গন্ধ
কষ্টের নিদাঘ তুলে 
ত্বকহীন নিস্তব্ধতা  ।

No comments:

Post a Comment