Friday, August 30, 2019

মৃত্যুকে, মৃত্যু কে? 
 স্বপন রায়

এ ছাড়া সব ঠিকঠাক। রুমাল বের করে মুখ মুছলো, একধরণের স্মৃতি যা বের করতে হয়, রুমাল

এরকমই এসব, চাঁদ যেরকম নয়। ওই গোল বা বিসর্গ বা হেলমেটের অপেক্ষা। মুখ মুছলো, শব্দ হল চলে যাওয়ার

আজ চলেই গেল
অথচ পর্দার রঙ নিয়ে লেখার কথা যার, সেতো আমিই। মেঘে পর্দা দিলাম, পর্দায় মেঘ বসালাম। মুখ মুছলাম, কারণ রুমাল

কারণ রুমাল তো রুমালই, এত কিছু রাখবে কিভাবে...

No comments:

Post a Comment