দৃশ্য বদল
বিবেকানন্দ বসাক
রোদ পড়লে সর্ষে ক্ষেতে রং ছড়িয়ে পড়ে
পুকুরের জলে মেঘেদের ডুবসাঁতার
রিয়েল লাইফ থেকে দৃশ্য বদল হয়
প্রলম্বিত ছায়ার কাছে ঝুঁকে পড়ে গাছ
আলপথে শিশুর পায়ের ছাপ ধরে
প্রজন্মের পথচলা চিনে নেয় কেউ...
' কবিতা করিডোর ' উত্তরবঙ্গের প্রথম মাসিক ওয়েবজিন । এই ব্লগ নতুন সৃষ্টি নিয়ে ভাবে । কবিতা নয় সাহিত্যের নানা দিক ও চিত্রকলা থেকে চলচ্চিত্র সবেতেই এই ব্লগ নতুন ভাবনার পথিক ।
No comments:
Post a Comment