Saturday, February 24, 2024

 ক্যানভাস 

- রঞ্জন চক্রবর্ত্তী

রং সত্ত্বাকে ঢেকে ফেলল, উল্লম্ব ও কৌণিক রেখা

আমাকে প্রকাশ করল, তুলির আঁচড়ে 

জ্যামিতিক অবয়ব ফুটে উঠল 

ক্যানভাসে। তার পর অস্থির সময়

বয়স বাড়িয়ে দিয়ে গেল, এক রাশ ধুলোর আস্তরণ

জমল ছবির উপর, সুতরাং 

শুধু স্মৃতিটুকু সঙ্গে নিয়ে 

লোকচক্ষুর আড়ালে থাকা। যেভাবে

আলো-আঁধারের খেলা চিরকাল চলে

অনেকটা সেভাবেই। হন্যমান এই মানবশরীর

এক দিন প্রকৃতির স্বাভাবিক নিয়মেই 

বিলীন হবে জানি, কিন্তু আমার মন

ক্যানভাসের ফ্রেমে বন্দী থেকেও চাইবে

তোমাকে ছুঁয়ে যেতে।


No comments:

Post a Comment