আঁতুড়ের গন্ধ
মাহফুজ রিপন
এরিস পর্বতের গুহায় জন্ম দেবশিশুটির
তাকে প্রদক্ষিণ করে শিমুলতুল মেঘ।
বৃষ্টিতে ধুয়ে যায় আঁতুড়ের গন্ধ।
অন্তরীক্ষ জুড়ে মানবতার করুন নিনাদ।
খুনিদের রক্তাক্ত হাত পাথর হয়ে ওঠে-
নাবিকের হাল-মাস্তুল সব ছিঁড়ে গেল।
দেবশিশুর কান্নায়, কালিন্দীর
জলের রঙ বদল হয়ে যায়..!
No comments:
Post a Comment