Saturday, February 24, 2024

বেসকালার 

নীলাদ্রি দেব 

খুব গুরুতর অথচ উদাসীন 
নাদুস বিকেলের পেটে চৌকো গল্প 
বিপ্রতীপে ছায়ার দৈর্ঘ্য বাড়ে  
মোম গলে যায় বলেই 
    সলতের সাদা খুঁজতে ভুলে যাই 
সহজাত বোধ, দাবাবোর্ড মিশে যায়


জ্যামিতি 


শুরু ও শেষের মাঝে বিন্দু দূরত্ব 
বিন্দু বিন্দু জুড়ে রেখা 
জ্যামিতির যন্ত্র নড়ে উঠলে
         হঠাৎ কেঁপে ওঠে মাটি
আছি আর নেইগুলো কত ঠুনকো
অথচ 
গান নয়, দীর্ঘ হচ্ছে হলুদ বিচার

No comments:

Post a Comment