ঘরে বাইরে
...................
উড়ান
ওয়াহিদা খন্দকার
প্রথম উড়তে শেখার বেলা
ঝাপটা লেগে ডানা কেটে গিয়েছিল যে বার
শিখেছি ওড়ার জন্য ডানা না হলেও চলে
বৃষ্টি প্রস্তুত করতে করতে তাই
মেঘ হয়ে গেছি...
তাবিজওয়ালার সাথে দেখা হয়েছিল একদিন
শুশুকের চিহ্ন দেয়া মাদুলি পরিয়েছিল গলায়।
মিছরির শরবত খেয়ে ভিজেছিল বুক
এখন পিপাসা মিটে গেছে
বেড়েছে সংজ্ঞাহীন রাত।
ওয়াহিদা খন্দকার, পেশায় শিক্ষিকা, বেড়ে ওঠা কোচবিহার জেলার দিনহাটায়। বর্তমানে কর্মসূত্রে সাঁত্রাগাছিতে থাকন। কাব্যগ্রন্থ- নীরব দশমিকের ভীড়, বিবর্ণ শ্লেটের সমীকরণ।
সম্মাননা -- 'সমর চক্রবর্তী স্মৃতি সম্মাননা', 'নীরেন্দ্রনাথ চক্রবর্তী স্মৃতি পুরস্কার।'
বই পড়তে ভালোবাসেন কবি। শূন্য দশকে লেখালেখি শুরু।
No comments:
Post a Comment