Wednesday, September 2, 2020

ঘরে বাইরে

 ঘরে বাইরে 



ছায়াপথ
মোনালিসা রেহমান 


মনখারাপের একধাপ অশ্রু থেকে 
চান্দ্রমাসের নিখুঁত আয়োজনও বৃথা হয়।

ক্লান্ত দিনের ধূসর পৃথিবী 
আগে পিছে নিরাকার পল্লবিত 
জন্মান্তরের হিসেব কষতে থাকে,
এক ম্লান ছায়াসরণীর মতো
দীর্ঘসুত্রিতা...

জলের আয়নায় লেগে থাকে
সেই কাঁপা কাঁপা ভোর।


 কবি মোনালিসা রেহমান প্রায় দু'দশক ধরে কবিতা লিখছেন।কবির জন্ম আলিপুরদুয়ারে।এখানেই বেড়ে ওঠা,পড়াশুনো। অনেক পত্র পত্রিকায় কবি লিখেছেন, তার কবিতার ভাষা অত্যন্ত প্রাঞ্জল হলেও কবিতার বিষয়ভাবনা অতীব গভীর, ও ব্যঞ্জনাপ্রধান।এখনও পর্যন্ত তার বেশ কয়েকটি কাব্যগ্রন্থ প্রকাশিত হয়েছে ।" মোম জ্বালতে জ্বালতে","মেঘেরা হাওয়ার ফানুস","চৌকাঠ ডিঙিয়ে দশবার ভাবতে নেই"," মৃত্যুর মাঝে ফাঁক নেই " প্রত্যেকটা কাব্যগ্রন্থ স্বকীয়তার দাবি  রাখে।বাংলাদেশ থেকে যৌথভাবে  প্রকাশিত হয়েছে "তার ভালোবাসার সাতকাহন "।
পেশায় শিক্ষিকা এই কবি চাকুরিসূত্রে ফরাক্কায় থাকেন।অচেনা অক্ষর নামে একটি পত্রিকা সম্পাদনা করেন।

No comments:

Post a Comment