Wednesday, September 2, 2020

 ঘরে বাইরে




সোমা সাহা পোদ্দারের মুক্ত গদ্য

সোমা সাহা পোদ্দারের জন্ম ৮ই মে ১৯৮৫। শূন্য দশকের শুরুর পর্বে ওর
লেখালেখির শুরু। প্রথম লেখা প্রকাশ পায় "অথবা" পত্রিকায়। তারপর "মোহনা",
"এখন" বাংলা কবিতার কাগজ সহ দুদশক ধরে প্রচুর কাগজে লেখালেখি প্রকাশিত।
মূলত কবি। পাশাপাশি মুক্ত গদ্য লেখেন। আবৃত্তি করতে ভীষণ ভালোবাসেন।
বারবিশার মেয়ে বিবাহসূত্রে প্রবাসী। একমাত্র কাব্যগ্রন্থ  "চলো সিগন্যাল
পেরোই" ২০১১ কলকাতা বইমেলায় এখন বাংলা কবিতার কাগজ প্রকাশনী থেকে
প্রকাশিত।
…………………………………………………………………………………………………………………………………………………………………………………………..

বইয়ে দাও ধারা
সোমা সাহা পোদ্দার


কবিতার কি কোন দিক বা কোণ হয় ? কবির যেমন দশক ভাগ করা হয়ে থাকে - নব্বই
দশক ,শূন্য দশক,শুন্য পরবর্তী। সময়ের অভিজ্ঞতার পাশাপাশি স্থানিক দিক ও
কোণ দর্শনেও ঋতুর রূপ পরিবর্তিত হয়। প্রবাহমান লেখা পাঠশালা থেকে উপরের
স্তর বিন্যাসেও ভিন্ন ভাবনায় দরজা খুলতে থাকে। চারিদিকে ছড়িয়ে পড়ে আলোর
বিন্দু থেকে কবিতার ঘ্রাণ। ভাংচুর করে তোলে দিন রাত। নিষেধাজ্ঞা কেমন
স্পষ্ট ভেসে আসে। অস্বস্তি হয় বেপরোয়া চলন খুলে গুছিয়ে অন্তরালে হাঁটতে
থাকা। দক্ষিণী ছাঁদে দিনের শুরুয়াত। মাঝে মাঝে দিক নির্ণয়ে টেনে নেয়
গভীরে । বদল হতে থাকে পরিভাষা। ইতিহাসের চোখে খুঁজি সাহিত্যে নিবিড়তা।
কোথাও দর্শনের দৃষ্টিতে যৌক্তিকতা প্রাধান্য পায় কখনোবা বাংলার চেনা সুর
আরোও আবেগী করে তোলে। কোনো নির্দিষ্টতা মাপা নেই পালা বদলের। ফ্রেমবন্দী
হতে থাকে সময় চিহ্ন।

আমরা এগোতে থাকি এক দশক থেকে আরেক দশকের দিকে। আপাতদৃষ্টিতে শূন্য দশক ও
তার পরবর্তী দশকের মাঝে একে অপরের পাশাপাশি হেঁটে যাওয়ার ব্যবধান দ্রুত
সরে আসে। পৃথিবীর অগ্রগতিতে ক্লাইমেটের পরিবর্তনের ধারায় মেলে ভালো না
থাকার ইঙ্গিত। বিশ্বজুড়ে নেমে আসা সংকটে বাস্তবাহিত হচ্ছে পারিপার্শ্বিক
অবস্থা। ভারী হয়ে আসে হাত, আলগা চলন, ফাঁকা ফুটপাত, শূন্য চোখ, ভেঙ্গে
চুরে যাওয়া সময়, বন্ধ শ্বাস, বেড়ে চলা দূরত্বেও আঙ্গুলে পিয়ানোর গতিবেগ।
জমে যাওয়া কলম ফিরে পায় ভাষা।

বিশ্ব ভাবনাও আজ প্রবাহমান ধারায় বইছে।যা সমান ভাবে সাহিত্যেও প্রতিফলিত।
সাবেকি মাধ্যম ছেড়ে বহু পত্র পত্রিকা নতুন ধারায় নতুন স্রোতে
আন্তর্জালমুখি হয়ে উঠছে সময়ের দাবী রেখেই। আমরা যারা প্রবাসী বাঙলার
বাইরে কিংবা দেশের তবু উপস্থিতির ওপারে থেকেও হাতের নাগালে ,- বিভিন্ন
আন্তর্জাল পত্রিকায় কবিদের লেখালেখি। নানান দৃষ্টিভঙ্গি থেকে সাহিত্যে
আড্ডা ও অনুভব। আমরা  দিন দিন অভ্যস্ত হয়ে উঠছি। পছন্দের বইও সহজলভ্য
অনলাইনের মাধ্যমে। তবে এই সুযোগ আগে থাকলেও বর্তমানে বহুগুণ বেড়েছে।
শূন্য দশকের পরের দশক ও প্রায় শেষের দিকে । নানা ধারায় নিজেদের উপস্থাপিত
করছি। পর্দার আড়ালে ক্ষতচিহ্ন রেখে এই সময়ে যা প্রাপ্তি বা গ্রন্থিত তা
পরবর্তী দশক পেরিয়েও বয়ে যাক। তবে বাঁক বদলের স্বাভাবিকতার তলদেশে থাকবে
নিবিড় সম্পর্ক।
 …………………………………………………………………………………….

No comments:

Post a Comment