আর কোন সভায় ডেকোনা
মানিক সাহা
নিজেকে সমস্তকিছুর থেকে সরিয়ে নিয়েছি
আকাশ, মাটি, জল, বাতাস নিয়ে আমার সংসার
যে নদীর পায়ে ঘুঙুর বাঁধা আছে
তার পাশে বসে আমি গান গাই
ভেজা বাতাসার মতো মন
অল্প জলেই গলে জল হয়ে যায়
আমি এই আকাশ, মাটি, জল ও বায়ুর মধ্যে
নিজেকে সমর্পণ করেছি
দয়া করে আর কোন সভায় আমাকে ডেকোনা।
No comments:
Post a Comment