জলের কালিতে লেখা
দেবাশিস মুখোপধ্যায়
১.
ভুলেরা লুকোচুরি লিখছে আনাচে কানাচে
জোরাজুরিতে জ্বর আঁকা হলে
শিশু বেলা মুঠো ভরে রূপকথা
কিশলয় বেশ খিলখিল
খিলিপান মুখে বুকের আপেল রচনায়
ডাক দিলে নৌকা হারিয়ে যেতে লকআউটে
অ্যাম্পেয়ারের সংকেতে শূন্য আমবন
জ্বলছে বিষন্ন সামার ক্যাম্পফায়ারে
ফালাফালা সে ডাগর ফলবতী অকূল দরিয়ায়
২.
এই রাস্তার আয়নায়
তালগাছ আকাশ চাদরে
বৃষ্টি-গ্রামের দিকে ঈশ্বর হেঁটে যেতে যেতে
অঙ্গের জাদু প্রদর্শন করে
ছায়ার ভাষায় জড়িয়ে আছে
কয়েকটি গাছের ভালোবাসা
আলো মাখবার পর
বসতিগুলি জলকেলি করে
বাচ্ছা জলের উছ্বাস
কল কল করে
৩.
নৈশকালীন অভিযানে নদী
কালী
তার ধারালো সাদা দাঁতে
খিলখিল হাসি যতদূর চোখ যায়
লণ্ঠনের আলো জানে
মেঘের আড়ালে ঠিক ইন্দ্রজিৎ
মাছ ধরছে ভূতগ্রস্ত দেশে
No comments:
Post a Comment