বাড়তি চাল
উত্তম চৌধুরী
একটু বানিয়ে বলা ভালো
আড্ডার আকাশে এতে মেঘ জমে, বৃষ্টি হয়।
একটু ঘুরিয়ে বললে উৎকর্ণ কান
এবং চোখ থাকে বক্তার ঠোঁটেই।
একটু বেঁকে চললে রাস্তাগুলো সোজা হয়
না হলে সোজা রাস্তায় ঢুকে পড়ে গলি।
একটু ছাড় দিলে একালীন বিপণনে
চৈত্র সেল বেশ জমে ওঠে।
একটু রহস্য থাকা চাই
না হলে দিনযাপন, শিল্পকর্ম বিস্বাদ লাগে।
No comments:
Post a Comment