পরগাছা
নীলাদ্রি দেব
মিথ্যে একটা আনন্দ বয়ে বেড়াতে হচ্ছে
অভ্যাসবশত
জীবন কি আদৌ রুটিন?
জীবন কি অ্যালার্ম ঘড়ির সাথে
একই অনুপাতে চ্যানেল বদল?
এসব প্রশ্ন ও উত্তরের মাঝে কিছু নীরব কালখণ্ড
অনুচ্চারিত দীর্ঘশ্বাস রেখে যায়
দুটো সমান্তরাল হাইওয়ে আঁকতে গিয়ে
হাইটেনশন তার এঁকে ফেলেছি
আমাকে মার্জনা করুন, ধর্মাবতার
কিছু খুচরো বিষ লেগে আছে ফেলে আসা অক্ষরে
ঠোঁট ক্রমে রংবদল করছে, চারপাশ...
এরপরও আপনার সুনজর কাড়বে না
বাকি থেকে যাওয়া গল্পের প্লট?
খেলা এখন এক্সট্রা টাইমে গড়িয়েছে, ব্রাদার
সাইডলাইন ধরে ছুটে চলছে নির্দিষ্ট রংয়ের পোশাক
অথচ বল ও বোল্ডারের পাশে যাবতীয় কানাঘুষো,
আস্ত একটা প্রজন্মের পাশে পরগাছা
No comments:
Post a Comment