Wednesday, May 2, 2018


সঞ্জীব সেনের কবিতা 
চর্যাপদের গান 


একটি স্বপ্ন বিলাসী মন আর তেঁতুল লোভী কুমীরের মধ্যে কোন পার্থক্য নেই
কুমীর ফিরে আসে তেঁতুলের লোভে
নীচে পরে থাকা তেঁতুল চেটে খায়
এসব দেখলে দস্যুর চোখ লাল হয়
সাপ আর সাপলুডো একসাথে খেলতে পারে যে, সে তস্কর ছাড়া আর কেউ না,
এক ভ্রমণবিলাসী নদী আর অন্ধধীবর দীর্ঘ দিনের আলাপে তাদেরও প্রেম হয়,
ঝড় ভুলে মাঝ দরিয়ায় বসে থাকে,
আর আরেক দিকে, দিনদুপুরে দাঁড়কাক ডাকলে ভয় হয়, রাত্রিবেলা সমবেত সারমেয় চিৎকরে আচলে দাঁত কাটে
সেও যখন দরজায় খিল তুলে নিজে থেকে সোহাগের কাছে যায়
এই দৃশ্যে পক্ষী দম্পতির কৌতূহল জন্মায়
তাঁদেরকে বলি তোমরা কি চর্যাপদের গান শোনোনি,




No comments:

Post a Comment